
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর ও জেলা যুবলীগের নেতা খাইরুল আলম জেমকে (৫০) প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে একদল দুর্বৃত্ত। বুধবার সন্ধ্যা ছয়টার দিকে শহরের উদয়ন মোড়ে এ ঘটনা ঘটে। এ সময় তাঁকে রড দিয়ে পিটিয়ে ও ছুরিকাঘাতে জখম করে আহত করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা তাঁকে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত কাউন্সিলর শিবগঞ্জ পৌর এলাকার মরদানা এলাকার মাইনুল আহসান এডু মাস্টারের ছেলে। ২৫০ শয্যা চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মনিরা সুলতানা বলেন, ‘সন্ধ্যায় গুরুতর আহত অবস্থায় জেমকে হাসপাতালে আনা হয়। পরে প্রাথমিক চিকিৎসা চলাকালে রাত সাতটার দিকে তাঁর মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির মাথায় বিভিন্ন দেশীয় অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এতে রক্তশূন্য হয়ে তিনি মারা...
Developed by BDITHOST