অনলাইন ডেস্ক : গাজা যুদ্ধের সমাপ্তি ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এ ঘোষণার পর হামাস ও ইসরায়েল বন্দিবিনিময় করেছে। সোমবার (১৩ অক্টোবর) সংবাদমধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী স্থানীয় সময় সকাল ৮টা থেকে রেডক্রসের হাতে ২০ জন জীবিত ইসরায়েলি বন্দীকে হস্তান্তর করে হামাস। পরে তাদের ইসরায়েলে নেওয়া হয়। এর কিছুক্ষণ পর ১ হাজার ৯৬৮ জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেয় ইসরায়েল। হামাসের সামরিক শাখা ইজ্জেদিন আল-কাসাম ব্রিগেড এক বিবৃতিতে বলেছে, শত্রুরা তাদের সামরিক শক্তি ও সেরা গোয়েন্দাদের ব্যবহার করেও বন্দীদের উদ্ধার করতে ব্যর্থ হয়েছে। এখন তারা বাধ্য হয়েছে বন্দিবিনিময় চুক্তির মাধ্যমে তাঁদের ফেরত নিতে। এদিকে বন্দিবিনিময়ের আগে হামাস ইসরায়েলের কয়েকজন বন্দীকে মুক্তির আগে তাদের পরিবারের সঙ্গে ভিডিওকলে কথা বলার সুযোগ দেয়।...
Developed by BDITHOST