অনলাইন ডেস্ক : দলের প্রতীক হিসেবে শাপলা পেতে অনড় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। জাতীয় প্রতীকে দৃশ্যমান শাপলার পরিবর্তে ৭টি ভার্সনে আঁকা শাপলার নমুনা ইতোমধ্যে নির্বাচন কমিশনের কাছে উপস্থাপন করেছে এনসিপি। বুধবার (৮ অক্টোবর) বিকালে এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে নির্বাচন কমিশনের কাছে উপস্থাপন করা শাপলার ৭ নমুনা প্রকাশ করেছে দলটি। সম্প্রতি ইসিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়, গত ৩০ সেপ্টেম্বর নির্বাচন কমিশন সচিবালয়ের পাঠানো চিঠির জবাবে এনসিপির দলীয় অবস্থান অবহিত করা হলো। চিঠিতে বলা হয়, গত ২২ জুন এনসিপি রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য আবেদন দাখিল করে এবং দলের অনুকূলে ‘শাপলা’ প্রতীক সংরক্ষণের জন্য আবেদন জানায়। পরে এনসিপি গত ৩ আগস্ট কমিশনের কাছে চিঠির মাধ্যমে পার্টির অনুকূলে প্রতীক সংরক্ষণের ক্রম হিসেবে ১. শাপলা, ২. সাদা শাপলা ও ৩....
Developed by BDITHOST