
স্টাফ রিপোর্টার: চীনা অ্যাপ ই-মুভি প্ল্যানের মাধ্যমে বাংলাদেশ থেকে কয়েকশো কোটি টাকা প্রতারণা করে পাচারের ঘটনায় রাজশাহীতে দায়ের হওয়া মামলাটির তদন্তভার নিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল বৃহস্পতিবার রাজশাহী নগরীর চন্দ্রিমা থানা-পুলিশ মামলাটি সিআইডির কাছে হস্তান্তর করেছে। এ মামলায় সিআইডি ইতোমধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে। এরা হলেন- ই-মুভি প্ল্যানের বাংলাদেশের এজেন্ট মোসাব্বির হোসেন (২৪) ও ঢাকা সিটি এজেন্ট সাইফুল ইসলাম (৩০)। মোসাব্বিরের বাড়ি হবিগঞ্জের মাধবপুর উপজেলার কররা গ্রামে। আর সাইফুলের বাড়ি ফেনী। দুজনেই ঢাকায় থাকতেন। ঢাকা থেকেই তাদের গ্রেপ্তার করা হয়েছে। মোসাব্বিরকে গত ১৩ মার্চ গ্রেপ্তার করা হয়। আর সাইফুল গ্রেপ্তার হয়েছেন বুধবার বিকালে। মামলাটি তদন্তের দায়িত্ব পেয়েছেন পুলিশ সদর দপ্তরের সিআইডির সাইবার ক্রাইম ইউনিটের পরিদর্শক শাহিনুর ইসলাম। বৃহস্পতিবার দুপুরে তিনি আসামি সাইফুলকে রাজশাহীর আদালতে হাজির করেন। শাহিনুর ইসলাম জানান,...
Developed by BDITHOST