
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে রাজশাহী মহানগরীর পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারকরণ বিষয়ে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) ওয়ার্ড সচিব, ওয়ার্ড সুপারভাইজার এবং কেন্দ্রীয় সুপারভাইজারদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুুপুরে নগরভবনের সিটি হল সভাকক্ষে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রাসিকের বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি প্যানেল মেয়র-১ ও ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু। সভাপতির বক্তব্যে প্যানেল মেয়র বলেন, মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে এ মহানগরী দেশের এখন মডেল নগরীতে পরিণত হয়েছে। আসন্ন ঈদুল ফিতরে রাজশাহী নগরীতে আসা সকলের নিকট যেন আরও আকর্ষণীয় হয় সে বিষয়ে সকলকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। সবুজ, পরিচ্ছন্ন, ফুলের শোভায় শোভিত নগরীর সৌন্দর্য্য আরও বৃদ্ধিকরণে নগরীর বিনোদন স্পটসহ মহাসড়ক, ওয়ার্ড পর্যায়ের সকল সড়কের পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করতে সকলের প্রতি আহবান জানান...
Developed by BDITHOST