
স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেছেন, যে নির্বাচনে ধানের শীষ নাই, বিএনপি নাই, খালেদা জিয়া নাই, তারেক জিয়া নাই; সেই নির্বাচনে বাংলাদেশের মাটিতে হতে দেওয়া হবে না। মানুষ মুক্তি চায়। ঈদের পর চূড়ান্ত আন্দোলন গড়ে তোলা হবে। বিএনপির নেতাকর্মীরা আন্দোলন করে এবার এই সরকারের পতন ঘটাবে। শনিবার বিকালে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা বিএনপি আয়োজিত অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তিসহ ১০ দফা দাবি আদায়ে মহানগরীর কোর্ট স্টেশন এলাকায় রাজপাড়া থানা বিএনপি কার্যালয়ে এ কর্মসূচি পালন করা হয়। মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ওয়ালিউল হক রানার সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে মিজানুর রহমান মিনু বলেন, দেশের সাধারণ মানুষের ঘরে আজ চাল নাই, তেল নাই, আটা নাই। দারিদ্রতার কারণে স্বামী-স্ত্রী বাচ্চাকে নিয়ে...
Developed by BDITHOST