
পুঠিয়া প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়ায় মসজিদের ঈমামের বেতন উত্তোলনকে কেন্দ্র করে দুই গ্রুপের বিরোধের জেরে দুজনকে কুপিয়ে জখম করা হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার জিউপাড়া ইউনিয়নের পশ্চিম ধোপাপাড়া জামে মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন মসজিদ কমিটির সভাপতি আবুল কালাম আজাদের ছেলে জুয়েল (৩৫) ও ভাতিজা মিজানুর রহমান (৩০)। স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করেছে। এ দিকে এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে। মসজিদের ঈমাম হাফেজ আলমগীর হোসেন বলেন, ‘এলাকার লোকজনের অনুদানে আমাদের বেতন দেওয়া হয়। অনেক মুসল্লি আছেন যারা প্রতি মাসে একটা নির্দিষ্ট হারে চাঁদা দেন। এর মধ্যে গত কয়েক মাস থেকে কয়েকজন নিয়মিত চাঁদা দেয়নি। যার কারণে শুক্রবার জুম্মার নামাজের পর মসজিদে ব্যবস্থাপনা কমিটিসহ কয়েকজন আলোচনায় বসেন। এই...
Developed by BDITHOST