ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনে বিভিন্ন ট্রেনে হঠাৎ যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। গত দুদিন ধরে প্রতিটি ট্রেনের সবগুলো বগি ও ছাদে কানায় কানায় পরিপূর্ণ যাত্রী। খোঁজ নিয়ে জানা গেছে, দেশের বিভিন্ন অঞ্চল থেকে কুষ্টিয়ার ছেউড়িয়ায় আখড়াবাড়িতে বাউল সম্রাট খ্যাত ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান উপলক্ষ্যে ৩ দিন ব্যাপি লালন শরণোৎসবে অংশ নিতে ট্রেনে চেপে ভক্তরা সেখানে যাতায়াত করার কারনে এই ভিড়। শুক্রবার থেকে শুরু হয়ে রোববার (১৯ অক্টোবর) শেষ হবে তিন দিনব্যাপী লালন শরণোৎসব। ঈশ্বরদী রেলওয়ে জংসন স্টেশনে গিয়ে দেখা গেছে, রংপুর, সৈয়দপুর, ঠাকুরগাঁও, রাজশাহী, নীলফামারী, চাটমোহর, সিরাজগঞ্জ ও ঢাকাসহ বিভিন্ন এলাকা থেকে ঈশ্বরদী হয়ে চলাচলকারী ট্রেনগুলো ঈশ্বরদী রেলওয়ে স্টেশনে এলে ট্রেনের কামরা, ছাদে এমনকি ইঞ্জিনে চেপে বসছেন যাত্রীরা। এছাড়া সড়ক পথে লালন উৎসবে...
Developed by BDITHOST