
ঈশ্বরদী সংবাদদাতা : পাবনার ঈশ্বরদীতে বালুচাপা পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (০৭ আগস্ট) বালু ব্যবসায়ী মারুফ হোসেনর বালুর খামালের নিচে চাপা পড়ে তাদের মৃত্যু হয়। নিহত দুই শিশু বাড়ি সাঁড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পাথরপাড়া এলাকায়। বিকালের দিকে বৃষ্টির মধ্যে এ ঘটনা ঘটলেও রাত ৮টার পর বালুর নিচ থেকে শিশুদের লাশ উদ্ধার হয়। নিহতরা হলেন ওই এলাকার আশরাফুল মাঝির ছেলে হিমেল হোসেন (১০) ও একই এলাকার আছান নাপিতের ছেলে হোসাইন (১২)। নিহত হিমেল সাঁড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র। জানা গেছে, বিকালে ওই দুই শিশু স্থানীয় বালু ব্যবসায়ী মারুফ হোসেনের বালুর খামালের পাশে ফুটবল খেলছিল। এরইমধ্যে জোরে বৃষ্টি এলে শিশুরা খামালের বালু সরিয়ে ঘর বানিয়ে বালুর মধ্যে ঢুকে পড়ে। বৃষ্টির তোড়ে বালুর স্তুপ ধ্বসে পড়লে চাপা পড়ে তাদের...
Developed by BDITHOST