নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ মঙ্গলবার। রাত ৯:৫৪। ৬ জানুয়ারি, ২০২৬।

উইল স্মিথের বিরুদ্ধে পুরুষ সহশিল্পীকে হেনস্তার অভিযোগ

জানুয়ারি ২, ২০২৬ ৯:৫৯
Link Copied!

অনলাইন ডেস্ক : হলিউডের নামজাদা তারকা উইল স্মিথের বিরুদ্ধে এলো এক গুরুতর অভিযোগ! গত বছর এই অভিনেতা ও র‍্যাপারের সঙ্গে ট্যুরে গিয়ে রীতিমতো এক তিক্ত অভিজ্ঞতার শিকার হন তার সহশিল্পী তথা ভায়োলিন বাদক ব্রায়ান কিং জোসেফ। অভিযোগ, স্মিথ তাকে হেনস্তা করেন; প্রতিবাদ করলে অন্যায়ভাবে চাকরিচ্যুত করেন।

এ ঘটনায় একটি মামলা দায়ের করেন সেই ভুক্তভোগী শিল্পী। গত বুধবার ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্টে এই মামলাটি দায়ের করা হয়। তাতে উইল স্মিথ এবং তার কোম্পানি ‘ট্রেবল স্টুডিওস ম্যানেজমেন্ট’-কে বিবাদী হিসেবে উল্লেখ করা হয়।

আরও পড়ুনঃ  খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বায়তুল মোকাররমে বিশেষ দোয়া

জোসেফের দাবি, ২০২৫ সালের শুরুতে স্মিথের ‘বেজড অন আ ট্রু স্টোরি’ গ্লোবাল ট্যুর চলাকালীন স্মিথ তার প্রতি শিকারী সুলভ আচরণ প্রদর্শন করেন। এছাড়াও তাকে যৌন শোষণের উদ্দেশ্যে মানসিকভাবে চাপ দিতেন অভিনেতা।

২০২৪ সালের নভেম্বরে সান ডিয়েগোতে একটি শো-তে পারফর্ম করার জন্য জোসেফকে প্রথম নিয়োগ দেন উইল স্মিথ। পরে তাকে ২০২৫ সালের ওয়ার্ল্ড ট্যুরের ও একটি নতুন অ্যালবামে কাজ করার আমন্ত্রণ জানানো হয়। মামলার বিবরণ অনুযায়ী, কাজের সূত্রে সম্পর্ক গভীর হলে স্মিথ তাকে উদ্দেশ্য করে বলতেন, ‘তোমার আর আমার মধ্যে এমন এক বিশেষ আধ্যাত্মিক সংযোগ রয়েছে, যা অন্য কারও সাথে আমার নেই।’

আরও পড়ুনঃ  রাজশাহীর দুটি আসনে ছয়জনের মনোনয়নপত্র বাতিল

সবচেয়ে গুরুতর ঘটনাটি ঘটে ২০২৫ সালের মার্চ মাসে লাস ভেগাস সফরের সময়। জোসেফ জানান, তার হোটেল রুমের চাবি রহস্যজনকভাবে হারিয়ে যায় যা কয়েক ঘণ্টা পর ম্যানেজমেন্ট তাকে ফেরত দেয়। ওই রাতে রুমে ফিরে তিনি দেখেন, তার অনুপস্থিতিতে কেউ সেখানে প্রবেশ করেছিল।

সেখানে অন্য এক ব্যক্তির নামে থাকা এইচআইভি (HIV) প্রতিষেধক ওষুধ, টিস্যু এবং একটি চিরকুট পাওয়া যায়। হাতে লেখা সেই চিরকুটে লেখা ছিল, ‘ব্রায়ান, আমি সাড়ে পাঁচটার মধ্যেই ফিরছি, শুধু আমরা দুজন থাকব (সাথে একটি হার্ট চিহ্ন), স্টোন এফ।’ জোসেফ এটিকে যৌন হামলার আগাম সংকেত হিসেবে মনে করেন।

আরও পড়ুনঃ  মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীর সংখ্যা ১৮৪২

এদিকে, উইল স্মিথের আইনজীবী অ্যালেন বি. গ্রডস্কি এ সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেছেন, জোসেফের আনা এই অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং হঠকারী। আমরা আইনিভাবে এই বিষয়ের মোকাবিলা করব এবং সত্য সামনে নিয়ে আসব।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।