স্টাফ রিপোর্টার: রাজশাহীতে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন বাজানোয় যাত্রীবাহী তিনটি বাসকে জরিমানা করা হয়েছে। এসব হর্ন থেকে অনুমোদিত মাত্রার চেয়ে উচ্চমাত্রায় শব্দ সৃষ্টি হয়। রোববার দুপুরে নগরের কাজলা এলাকায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বাস ৩টিকে মোট ২ হাজার ৬০০ টাকা জরিমানা করে পরিবেশ অধিদপ্তর। শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারত্বমূলক প্রকল্পের আওতায় পরিবেশ অধিদপ্তরের রাজশাহী জেলা কার্যালয়ের পক্ষ থেকে এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন রাজশাহী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুমতাহিনা কবির। প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কবির হোসেন। এ সময় বাস তিনটিকে শব্দদূষণ বিধিমালা ২০০৬-এর নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন বাজানোয় মোট ২ হাজার ৬০০ টাকা জরিমানা ধার্য করে আদায় করা হয়। বাংলাদেশ শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০০৬ অনুযায়ী, শব্দের সর্বোচ্চ ঘনমাত্রার ওপর নির্ভর করে বিভিন্ন এলাকাকে পাঁচটি...
Developed by BDITHOST