নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা রবিবার। রাত ৯:০২। ১০ আগস্ট, ২০২৫।

উড্ডয়নের পরপরই কেনিয়ায় আবাসিক ভবনে বিমান বিধ্বস্ত, নিহত ৬

আগস্ট ৮, ২০২৫ ৭:৪৪
Link Copied!

অনলাইন ডেস্ক : পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ায় একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। এতে ৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধে ডাক্তার ও নার্স রয়েছেন। উড্ডয়নের তিন মিনিট পরই দেশটির রাজধানী নাইরোবির কাছে আবাসিক ভবনের ওপর বিমানটি বিধ্বস্ত হলে প্রাণহানির এই ঘটনা ঘটে।

এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন। বৃহস্পতিবার (৭ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সংবাদমাধ্যমটি বলছে, রাজধানী নাইরোবিতে একটি চিকিৎসা সেবাদানকারী সংস্থার মালিকানাধীন হালকা বিমান বিধ্বস্ত হয়ে ছয়জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন কেনিয়ার এক কর্মকর্তা।

আরও পড়ুনঃ  দুর্গাপুরে হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা

চ্যারিটি সংস্থা আমরেফ ফ্লাইং ডক্টরস জানায়, বৃহস্পতিবার দুপুরে নাইরোবির উইলসন বিমানবন্দর থেকে সোমালিয়ার হারগেইসা গন্তব্যে যাত্রা করা সেসনা বিমানটি উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই শহরের গিথুরাই এলাকায় একটি আবাসিক ভবনের ওপর ভেঙে পড়ে এবং আগুন ধরে যায়।

কিয়াম্বু কাউন্টির কমিশনার হেনরি ওয়াফুলা জানান, বিমানে থাকা চারজন — যাদের মধ্যে চিকিৎসক, নার্স ও পাইলট রয়েছেন — ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া নিচে থাকা আরও দুইজন প্রাণ হারান এবং আরও দুজন গুরুতর আহত হন।

আরও পড়ুনঃ  জাতীয় স্বার্থে সকলে ঐক্যবদ্ধ থাকুন : তারেক রহমান

কেনিয়া সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ জানিয়েছে, উড্ডয়নের তিন মিনিট পরই বিমানটির সঙ্গে রাডার ও রেডিও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তকারী দল পাঠানো হয়েছে।

আমরেফ ফ্লাইং ডক্টরস জানায়, বিমানে তাদের চারজন কর্মী ও ক্রু সদস্য ছিলেন। সংস্থাটির প্রধান নির্বাহী স্টিফেন গিতাউ বলেন, “আমরা দুর্ঘটনার বিষয়টি খতিয়ে দেখতে বিমান কর্তৃপক্ষ ও উদ্ধারকারী দলের সঙ্গে পূর্ণ সহযোগিতা করছি।”

আরও পড়ুনঃ  যুক্তরাষ্ট্র-রাশিয়া বৈঠকে জেলেনস্কিকে প্রয়োজন নেই : ট্রাম্প

ঘটনাস্থলে উদ্ধার তৎপরতায় নিয়োজিত রয়েছে কেনিয়া ডিফেন্স ফোর্স ও জাতীয় পুলিশ বাহিনী।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।