
স্টাফ রিপোর্টার : রাজধানীর উত্তরায় দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে আজ বাংলাদেশ বিমানবাহিনীর এফ- ৭ বি জেআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ও আহাতদের ঘটনায় সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এই দুর্ঘটনায় বিমানসেনা ও মাইলস্টোন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী অভিভাবক ও শিক্ষক কর্মচারীসহ অন্যান্যদের যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। জাতির জন্য একটি গভীর বেদনার। আজ এক শোকবার্তায় তিনি নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত ও তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। একই সাথে আহতদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার এবং সকলকে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
Developed by BDITHOST