স্টাফ রিপোর্টার: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় আহত ৪ শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অমঙ্গলবার সকালে তাঁদেরকে ঢাকায় পাঠানো হয়। তাঁদের মধ্যে ৩ জনের চোখের রেটিনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। তাঁদেরকে ঢাকার চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতালে পাঠানো হয়। আরেকজনের মাথায় গুরুতর জখম। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহত শিক্ষার্থীরা হলেন ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী মেসবাহুল ইসলাম সায়েম, আইন বিভাগের শিক্ষার্থী আল আমিন ও শাহরুখ মাহমুদ এবং মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আলিমুল সাকিব। এদিকে এখনো রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ৬ শিক্ষার্থী চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের অধিকাংশেরই মাথায় ইটের আঘাত। বিশ্ববিদ্যালয়ের সহউপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম বলেন, ‘মঙ্গলবার সকালে ৪ জন শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের অর্থায়নে তাঁদের চিকিৎসা হবে। আজ মঙ্গলবার ১৯ জন...
Developed by BDITHOST