নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ সোমবার। রাত ১২:৪১। ১৭ নভেম্বর, ২০২৫।

উপদেষ্টা রিজওয়ানার বাসার সামনে জোড়া ককটেল বিস্ফোরণ

নভেম্বর ১৬, ২০২৫ ১১:৩৩
Link Copied!

অনলাইন ডেস্ক : অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। তবে, এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ঘটনার পর পুলিশের একাধিক টিম সেখানে গিয়েছে।

রোববার (১৬ নভেম্বর) রাত ৯টা ১২ মিনিটের দিকে রাজধানীর নিউমার্কেট থানার সেন্ট্রাল রোডে উপদেষ্টার বাসার সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, আজ রাত ৯টা ১২ মিনিটের দিকে সেন্ট্রাল রোডে অবস্থিত উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। পরে তারা পালিয়ে যায়। তবে, এই ঘটনায় কেউ হতাহত হয়নি। ঘটনাস্থলে নিউমার্কেট থানার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

নিউমার্কেট থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান বলেন, ঘটনা আমরা শুনেছি। ঘটনাস্থলে থানার পুলিশ সদস্যরা রয়েছেন। ওসিসহ আরও অনেক কর্মকর্তা উপস্থিত রয়েছেন।

অন্যদিকে, রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর বাংলামোটর এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাংলামোটর মোড়ে হঠাৎ করে একটি ককটেল নিক্ষেপ করা হয়। এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে কে বা কারা ককটেলটি নিক্ষেপ করেছে তা দেখা যায়নি। বিস্ফোরণের ঘটনার পরপর ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়েছে।

এ ছাড়া, রোববার (১৬ নভেম্বর) রাত ১০টার দিকে রাজধানীর শ্যামপুর এলাকায় ৩টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।