নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বুধবার। ভোর ৫:৫৪। ২ জুলাই, ২০২৫।

উপবাস ছিলেন, তারপরেও শেফালীর শরীরে কীসের ইনজেকশন?

জুলাই ১, ২০২৫ ১০:১৮
Link Copied!

অনলাইন ডেস্ক : শেফালী জারিওয়ালার আকস্মিক মৃত্যু ঘিরে রহস্য ঘনাচ্ছে। ইতোমধ্যেই শেফালীর অ্যান্টি-এজিং ওষুধ খাওয়ার বিভিন্ন তথ্য জানা গেছে। অভিনেত্রী কী কী ওষুধ খেতেন, তার তালিকা ডাক্তারদের কাছে চেয়েছে মুম্বাই পুলিশ।

এদিকে এখন শোনা যাচ্ছে, মৃত্যুর আগে অনেকক্ষণ কিছু খাননি অভিনেত্রী। পুজার জন্য উপোস পালন করেছিলেন। কারণ, তার পেটে কোনও খাবার মেলেনি। একেবারে খালি পেট।

মুম্বাই পুলিশ সূত্রের খবর, শেফালীর বাড়িতে দুটি বাক্স ভর্তি ওষুধ পাওয়া গিয়েছে। তদন্তকারীরা জানিয়েছেন, মৃত্যুর দিন পুজা উপলক্ষে উপবাস করেছিলেন শেফালী। মানে একেবারেই খালি পেটে ছিলেন। অথচ সেই অবস্থায় শরীরে নিয়েছিলেন গ্লুটাথায়ন ইনজেকশন—যা মূলত এক ধরনের স্কিন গ্লো ও অ্যান্টি-এজিং মেডিসিন হিসেবে পরিচিত।

পুলিশের দাবি, বাড়ি থেকে পাওয়া গেছে দুটি বড় ওষুধের বাক্স—যার মধ্যে রয়েছে গ্লুটাথায়নের ইনজেকশন এবং আরও কিছু স্কিন রিলেটেড ট্যাবলেট।

আরও পড়ুনঃ  ট্রাম্প ও নেতানিয়াহুকে ‘আল্লাহর শত্রু’ আখ্যা দিয়ে ইরানে ফতোয়া

ডাক্তারদের সন্দেহ, উপবাসের জন্য শেফালীর রক্তচাপ (ব্লাড প্রেসার) খুব কমে গিয়েছিল। সেই অবস্থায় শরীরে গ্লুটাথায়ন ইনজেক্ট করায় হঠাৎ করে হৃদযন্ত্র বিকল হয়ে যেতে পারে, যা কার্ডিয়াক অ্যারেস্টের কারণ হতে পারে।

তবে ডাক্তারদের কথায় এখনও স্পষ্ট করে কিছু বলা যাচ্ছে না। পোস্টমর্টেম রিপোর্ট হাতে না আসা পর্যন্ত নিশ্চিত হওয়া যাচ্ছে না মৃত্যুর আসল কারণ।

পুলিশ জানিয়েছে, শেফালীর মৃত্যুকে ঘিরে এখন পর্যন্ত কোনও অপরাধমূলক কর্মকাণ্ডের প্রমাণ মেলেনি। মানে, আত্মহত্যা বা খুনের সম্ভাবনা আপাতত নাকচ করা হয়েছে। তার চেয়েও বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে মেডিক্যাল অ্যাঙ্গেলকে।

মুম্বাই পুলিশের এক অফিসার জানিয়েছেন, ‘আমরা তার ব্যবহার করা সমস্ত ওষুধ সংগ্রহ করেছি। চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি। আপাতত সবদিক খতিয়ে দেখা হচ্ছে।’

আরও পড়ুনঃ  চিকিৎসায় এআইয়ের ভবিষ্যৎ নিয়ে রাজশাহীতে ‘সামার সামিট’

শেফালীর মৃত্যুর সময় বাড়িতেই ছিলেন তার স্বামী, অভিনেতা পরাগ ত্যাগী। তিনিই স্ত্রীকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। কিন্তু ততক্ষণে সব শেষ। হাসপাতালে গিয়ে শুনতে হয়েছে মৃত্যুর খবর।

পরাগ ত্যাগী এখনও এই বিষয়ে কোনও প্রকাশ্য বিবৃতি দেননি। কিন্তু সোশ্যাল মিডিয়ায় শোকস্তব্ধ অনুরাগীরা। অনেকেই প্রশ্ন তুলেছেন—একটি ইনজেকশন কীভাবে এত বড় বিপদ ডেকে আনল?

পুলিশ জানিয়েছে, আপাতত পোস্টমর্টেম রিপোর্ট আসার অপেক্ষায় রয়েছেন তদন্তকারীরা। রিপোর্ট হাতে আসলেই জানানো হবে, মৃত্যুর আসল কারণ কী। পাশাপাশি, শেফালী যে ওষুধগুলি নিচ্ছিলেন সেগুলি আদৌ ডাক্তারি পরামর্শে ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

শেফালী জরিওয়ালার হঠাৎ মৃত্যু নাড়িয়ে দিয়েছে বিনোদন জগতকে। ‘কাঁটা লাগা’ দিয়ে যিনি রাতারাতি বিখ্যাত হয়েছিলেন, আজ তিনি নেই। শুধু থেকেই গেল একরাশ প্রশ্ন—উপবাস, ইনজেকশন আর হৃদরোগ, এর মধ্যে কোথায় ফাঁক ছিল?

আরও পড়ুনঃ  রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটির ৩৮ দফা দাবিতে সংবাদ সম্মেলন

‘কাঁটা লাগা’ গানের সেই চেনা মুখ। টেলিভিশনের পর্দায় ‘নাচ বালিয়ে’ আর ‘বিগ বস ১৩’-এর স্মৃতি। কিন্তু আচমকা, গত ২৭ জুন রাতে নিজের মুম্বাইয়ের বাড়িতে মৃত অবস্থায় পাওয়া গেল অভিনেত্রী ও নৃত্যশিল্পী শেফালী জরিওয়ালাকে।

হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান, তিনি আর নেই। মাত্র ৪২ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমালেন অভিনেত্রী। আপাতত মৃত্যুর কারণ নিয়ে পুলিশের তদন্তে উঠে আসছে একের পর এক তথ্য, যা অবাক করে দিচ্ছে সকলকেই।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।