
স্টাফ রিপোর্টার: রাজশাহী সিটি নির্বাচনে মেয়র পদে তেমন প্রতিদ্বন্দ্বিতা না থাকলেও কাউন্সিলর পদে হাড্ডাহাড্ডি লড়াই হবে। ৩০টি ওয়ার্ডের মধ্যে ২৯টিতেই প্রচারে জমেছে ভোটের উৎসব। একটি ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় একজন কাউন্সিলর প্রার্থী বিজয়ী হয়েছেন। অন্য সব ওয়ার্ডেই সারাদিন গানে-গানে মাইকিং হচ্ছে প্রার্থীদের পক্ষে। চলছে প্রচার মিছিল ও গণসংযোগ। রাস্তাঘাট ছেয়ে গেছে প্রার্থীদের পোস্টার, ব্যানার-ফেস্টুনে। এরমধ্যে প্রচার-প্রচারণায় অন্য প্রার্থীদের চেয়ে এগিয়ে আছেন নগরীর ১ নম্বর ওয়ার্ডের প্রার্থী রজব আলী, ১৪ নম্বর ওয়ার্ডের আনোয়ার হোসেন আনার ও ১৯ নম্বরের প্রার্থী তৌহিদুল হক সুমন। তাদের পক্ষে এলাকার ভোটাররা স্বতস্ফূর্তভাবে প্রচারণায় অংশ নিচ্ছেন। এ তিনজনই তিন ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর। তারা এলাকায় ভীষণ জনপ্রিয়। তাই তারা আবারও কাউন্সিলর নির্বাচিত হতে যাচ্ছেন বলে এলাকার ভোটাররা জানিয়েছেন। স্থানীয় ভোটাররা বলেন, প্রার্থীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তায় আছেন ঠেলাগাড়ি প্রতীকের কাউন্সিলর...
Developed by BDITHOST