
স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগের জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে রোববার উৎসবের নগরীতে পরিণত হয়েছিল রাজশাহী। এ দিন সকাল থেকেই শ্লোগানে শ্লোগানে মুখর হয়ে উঠেছিল পুরো শহর। জনসভা শেষ হবার পরেও রাজশাহীতে উৎসবমুখর পরিবেশ দেখা যায়। রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে এই জনসভার আয়োজন করেছিল জেলা ও মহানগর আওয়ামী লীগ। বিকালে জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। তিনি পৌঁছানোর আগেই রাজশাহীর মাদ্রাসা ময়দান নেতাকর্মীদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায়। সরেজমিনে দেখা গেছে, মাদ্রাসা ময়দান নেতাকর্মীদের কারণে কানায় কানায় পূর্ণ থাকায় আশপাশের সবগুলো রাস্তায় দাঁড়িয়েছিলেন বিপুল সংখ্যক নেতাকর্মী। তারা মাদ্রাসা ময়দানের আশপাশে স্থাপন করা ডিজিটাল স্ক্রিনে প্রধানমন্ত্রীর ভাষণ দেখেন। তাঁর বক্তব্য শোনেন মাইকে। জনসভাস্থলে নেতাকর্মীরা নানা রঙের টি-শার্ট ও টুপি পরে এসেছিলেন। ওই টি-শার্টে...
Developed by BDITHOST