
বাগমারা প্রতিনিধি : কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে হাতে হ্যান্ডকাফ পরানো অবস্থায় কান্নার একটি ভিডিও পাঠিয়ে প্রবাসীর স্ত্রীর কাছ থেকে ৫৫ হাজার টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ স্বপ্না খাতুন থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। রাজশাহী জেলার বাগমারা উপজেলার চানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। প্রবাসী হাফিজুর রহমান সৌদি আরবে কাজ করেন। পুলিশ ও অভিযোগ সূত্রে জানা গেছে, রোববার (১৬ নভেম্বর) সকালে ইমো অ্যাপে হাফিজুরের নম্বর থেকে স্বপ্নার কাছে ভিডিও কল আসে। কল রিসিভ করতেই স্বপ্নাকে একটি ভিডিও দেখানো হয়। ভিডিওতে দেখা যায় হাফিজুরের হাতে হ্যান্ডকাফ, তিনি গ্রেপ্তার অবস্থায় কান্নাকাটি করছেন। এক পর্যায়ে কলদাতারা স্বপ্নাকে জানায়, তার স্বামীকে সৌদি পুলিশ গ্রেপ্তার করেছে। তাকে ছাড়াতে ৫৫ হাজার টাকা লাগবে। এখনই টাকা না পাঠালে হাফিজুরকে কারাগারে পাঠানো হবে। এরপর স্বপ্নাকে একটি...
Developed by BDITHOST