
অনলাইন ডেস্ক : ২০২৫ সালের এইচএসসি-আলিম এবং সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল আগামী রোববার (১৬ নভেম্বর) সকাল ১০টা প্রকাশিত হবে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক ঢাকা শিক্ষা বোর্ড, ঢাকা এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড উভয় বোর্ডই আলাদা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। ঢাকা শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এইচএসসি পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফলাফল ওই দিন সকাল ১০টায় বোর্ডের ওয়েবসাইটে (www.dhakaeducationboard.gov.bd) প্রকাশ করা হবে। পাশাপাশি, আবেদনকারীর দেওয়া মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে ফলাফল পাঠানো হবে। ফলাফল বোর্ডের ওয়েবসাইট থেকে সংগ্রহ করার অনুরোধ জানানো হয়েছে। একইভাবে, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আলিম পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফলাফলও ওই দিন সকাল ১০টায় বোর্ডের ওয়েবসাইটে (www.bmeb.gov.bd) প্রকাশ করা হবে। পুনঃনিরীক্ষার জন্য আবেদনকারী শিক্ষার্থীদের মোবাইল নম্বরে এসএমএস পাঠিয়ে ফল জানিয়ে দেওয়া হবে। অন্যদিকে শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে,...
Developed by BDITHOST