নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা সোমবার। রাত ১২:৩৪। ২১ জুলাই, ২০২৫।

‘এই জায়গায় আসতে ৮ বছর সময় লেগেছে’

জুলাই ২০, ২০২৫ ৮:০৮
Link Copied!

অনলাইন ডেস্ক : বলিউড পাড়ায় এখন নতুন আলোচনার কেন্দ্রবিন্দুতে ফারহান আখতারের বহুল প্রতীক্ষিত ছবি ‘ডন থ্রি’। এই ছবিতে প্রথমবারের মতো একসঙ্গে পর্দায় আসতে চলেছেন জনপ্রিয় অভিনেতা রণবীর সিং এবং অভিনেত্রী কৃতি স্যানন। ২০২৬ সালের জানুয়ারি মাসে ছবিটি বড় পর্দায় আসার কথা রয়েছে।

আর এই খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে জল্পনা-কল্পনা। এই উন্মাদনার মধ্যেই নতুন করে ভাইরাল হয়েছে কৃতি স্যাননের একটি পুরোনো ভিডিও।

একটি অ্যাওয়ার্ড সেরিমনিতে ভক্তরা তাকে এবং রণবীরকে কবে একসঙ্গে দেখা যাবে, এমন প্রশ্ন করেছিলেন। সেই প্রশ্নের উত্তরে কৃতির দেওয়া মন্তব্যই এখন নতুন করে নেটিজেনদের মুগ্ধ করছে। ভিডিওটিতে দেখা যায়, ‘মিমি’ ছবি নিয়ে কথা বলতে গিয়ে কৃতি বেশ আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন।

আরও পড়ুনঃ  সেনাসদর নির্বাচনী পর্ষদ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার যোগদান

তিনি বলেছিলেন, “কোনো ছেলে বা মেয়েকে যখন ক্রমাগত বলা হয় ‘এত বড় স্বপ্ন দেখো না। স্বপ্ন সবসময় পূরণ হয় না’ অথবা ‘যোগাযোগ ছাড়া এখানে কিচ্ছু হবে না’, এর মানে এই নয় যে তুমি কিছু পারবে না। এক্ষেত্রে হয়তো একটু বেশি সময় লাগবে, কিন্তু তুমি নিজে একদিন পারবে। আমার এই জায়গায় আসতে ৮ বছর সময় লেগেছে।”

আরও পড়ুনঃ  বাংলাদেশে স্টারলিংক চালু, কার্যকর সহায়তা পাওয়ায় প্রশংসা করলেন স্পেসএক্সের ভাইস প্রেসিডেন্ট

ঠিক তখনই কৃতি রণবীর সিংয়ের একটি পুরোনো প্রতিজ্ঞার কথা স্মরণ করিয়ে দেন। তিনি জানান, “রণবীর সিং আমাকে বলেছিল, যেদিন আমি এবং তুমি দু’জনেই সেরা অভিনেতা-অভিনেত্রী হয়ে উঠব, সেদিন আমরা একসঙ্গে কাজ করব।”

দীর্ঘ প্রতীক্ষার পর এই প্রথম কৃতি এবং রণবীর একসঙ্গে কাজ করতে চলেছেন। জানা গেছে, ‘ডন থ্রি’ ছবিতে কিয়ারার বদলে অভিনয় করবেন কৃতি। এর আগে এই চরিত্রে কিয়ারা আদভানির অভিনয়ের কথা থাকলেও, অন্তঃসত্ত্বা হয়ে পড়ার কারণে তিনি ছবিটি থেকে সরে দাঁড়ান। এরপর থেকেই গুঞ্জন ছিল যে কিয়ারার স্থলাভিষিক্ত হবেন কৃতি, যা এখন বাস্তবে রূপ নিতে চলেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।