নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বৃহস্পতিবার। সকাল ৯:০৯। ৭ আগস্ট, ২০২৫।

এই শোক কাটিয়ে উঠতে পারছি না : মিষ্টি জান্নাত

আগস্ট ৬, ২০২৫ ৮:৪০
Link Copied!

অনলাইন ডেস্ক : ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মিষ্টি জান্নাত তার বাবাকে হারিয়েছেন। গত ৬ দিন আগে দিবাগত রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তার বাবা মো. মকবুল হুসাইন। বাবার আকস্মিক মৃত্যুতে মানসিকভাবে ভেঙে পড়েছেন মিষ্টি জান্নাত।

গত ৬ দিন ধরে মিষ্টি জান্নাত তার বাবাকে না দেখতে পাওয়ার বেদনায় কাতর। সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক আবেগঘন পোস্ট দিয়ে তিনি তার অনুভূতির কথা প্রকাশ করেছেন। একটি পোস্টে তিনি লেখেন, ‘শেষবারের মতো বাবাকে ছুঁয়ে দেখেছিলাম, ৬ দিন হলো আর ছুঁয়ে দেখি না। ৬ দিন মনে হচ্ছে ৬০০০ হাজার বছর।’

আরও পড়ুনঃ  সোমবার থেকে দেশের ৪ বিভাগে বৃষ্টি বাড়তে পারে

তার কথায়, ‘জীবন এমন কেন? আমি, আম্মু, আমরা সবাই এই শোক কাটিয়ে উঠতে পারছি না, আর পারবো না হয়তো। কত মানুষের বাবা আছে, আমার বাবা নাই।’

আরও পড়ুনঃ  সোহিনীর ফটোশুট দেখে ক্ষুব্ধ নেটিজেনরা

বাবার শূন্যতা যে কোনোভাবেই পূরণীয় নয়, সে কথাও উল্লেখ করেছেন তিনি। অভিনেত্রীর ভাষ্যে, ‘কতদিন দেখি না বাবা তোমায়। এত বাড়ি-গাড়ি, টাকা-পয়সা দিয়ে কী হবে? বাবাকে তো আর পাবো না।’

প্রসঙ্গত, ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে রূপালি পর্দায় যাত্রা শুরু করেন মিষ্টি জান্নাত। এরপর থেকে ব্যক্তিগত জীবন, প্রেম এবং নানা গুঞ্জনের কারণে প্রায়ই তিনি আলোচনায় থাকেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।