অনার্য অধীর
এই বাংলাদেশ চেয়েছিলাম
যে বাংলাদেশে নারী তার ঘরে আত্মীয় স্বজনের কাছে নিরাপদ নয়!
এই বাংলাদেশ চেয়েছিলাম
যে বাংলাদেশে ভাই তার নিজের ভাইয়ের কাছে নিরাপদ নয়!
এই বাংলাদেশ চেয়েছিলাম
যে বাংলাদেশে মা তার সন্তানের কাছে নিরাপদ নয়!
এই বাংলাদেশ চেয়েছিলাম
যে বাংলাদেশে সংখ্যালঘু তার দেশেরই সংখ্যাগুরুর কাছে নিরাপদ নয়!
এই বাংলাদেশ চেয়েছিলাম
যে বাংলাদেশে আদিবাসীরা সংখ্যায় কম বলে ওরা ক্ষুদ্র নৃগোষ্ঠী আর সংখ্যায় বেশি বলে আমরা বৃহত্তর নৃগোষ্ঠী নই!
এই বাংলাদেশ চেয়েছিলাম
যে বাংলাদেশের ইতিহাস খুবলে খাবে পুরনো শকুন!
এ কোন্ বাংলাদেশ রেখে গেলে
হে ধর্মপুত্র যুধিষ্ঠির?
জবাব কে দেবে তার?
হে বোন—
আমি পুরুষ নামের কলঙ্ক
যত পারো ঘৃণা করে আমায়
এই স্বদেশ তোমায় বাঁচতে দিবে না
আমিই মানুষ ছিলাম না—
হয়ে উঠেছিলাম পুরুষমাত্র!
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।