
অনলাইন ডেস্ক : পৃথিবীতে এমন এক ধরনের বিদায়ের খবর খুব কমই আসে। কিন্তু খানিক দুঃখজনক হলেও, ইউরোপের সুপরিচিত কেসলার টুইনস খ্যাত জার্মান যমজ বোন ও সংগীতশিল্পী-নৃত্যশিল্পী অ্যালিস ও অ্যালেন কেসলার যৌথভাবে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তাদের বয়স হয়েছিল ৮৯ বছর। আন্তর্জাতিক একাধিক গণমাধ্যম সূত্রের খবর, নিজেদের বাসভবনে একই সঙ্গে মৃত্যুর সিদ্ধান্ত নেন তারা। গত মঙ্গলবার মিউনিখ পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, অ্যালিস ও এলেন কেসলার গ্রুনওয়াল্ডে তাদের নিজেদের বাসায় এই আত্মঘাতি সিদ্ধান্ত নেন। জানা গেছে, এভাবে যৌথ মৃত্যুর জন্য তারা দীর্ঘদিন ধরেই পরিকল্পনা করে আসছিলেন। জানিয়ে রাখা ভালো, জার্মানিতে এমন এক সংগঠন আছে, যারা নাগরিকদের স্বেচ্ছামৃত্যুকে সম্মান জানিয়ে তাদের পথ সহজ করে দেয়। এমনই এক সংগঠন ‘জার্মান সোসাইটি ফর হিউম্যান ডাইয়িং’ এর সদস্য ছিলেন এই যমজ শিল্পী। স্বেচ্ছামৃত্যুর আগে...
Developed by BDITHOST