স্টাফ রিপোর্টার: জন থর্প মার্কিন নাগরিক। সংগীতে মাস্টার্স করেছেন আমেরিকায়। বাংলাদেশে থেকেছেন দীর্ঘ সময়। এখানে এসে রবীন্দ্র সংগীতের প্রেমে পড়েছেন রীতিমতো। তিনি সুর এবং তাল ঠিক রেখে ইংরেজিতে অনুবাদ করে রবীন্দ্র সংগীত গাইতে পারেন। শতাধিক গানের অনুবাদ করেছেন তিনি। এ ছাড়া সুর এবং তাল ঠিক রেখে ইংরেজিতে অনুবাদ করে নজরুল এবং লালনগীতিও গাইতে পারেন তিনি। গত শনিবার রাজশাহীতে একটি অনুষ্ঠানে অনুবাদ করা রবীন্দ্র সংগীত গেয়ে সবাইকে মুগ্ধ করেছেন তিনি। জন থর্প ১৯৮০ সালে প্রথমে বাংলাদেশে আসেন দুই দেশের সাংস্কৃতিক বিনিময়ের একটি দায়িত্ব নিয়ে। ওই কাজ করতে কুষ্টিয়ায় গিয়ে শেখেন বাংলা ভাষা। কুষ্টিয়ায় বাংলা গানের প্রেমে পড়েন তিনি। সেখান থেকেই ইংরেজিতে গান অনুবাদ করতে শুরু করেন তিনি। পরে ১৯৯৫ সালের দিকে তিনি দেশে ফিরে যান। ২০১১ সালে আবার ওই এনজিওর কাজ...
Developed by BDITHOST