
স্টাফ রিপোর্টার: রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ও সদ্য সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, ‘পাঁচ বছর মেয়র থাকাকালে শহরের একটি বস্তির বাড়িও ভাঙা হয়নি, এবার আমি মেয়র নির্বাচিত হতে পারলে আগামীতেও কোন বাড়ি উচ্ছেদ হবে না।’ রোববার বিকালে নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের পাঁচানীর মাঠে এক পথসভায় বক্তব্য দিতে গিয়ে পদ্মাপাড়ের বস্তিবাসীকে এই প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, ‘নির্বাচন এলেই নদীর ধারের এসব এলাকায় বিভিন্ন অপপ্রচার চালানো হয়। অপপ্রচারকারীরা বলে, আমি মেয়র নির্বাচিত হলে নাকি ঘরবাড়ি তুলে দেব, বস্তি উচ্ছেদ করে বিনোদনকেন্দ্র করবো। আমি গত ৫টি বছর মেয়র ছিলাম, একজনের বাড়ি-ঘরও ভাঙা হয়নি, কাউকে উচ্ছেদ করা হয়নি। আগামীতেও হবে না।’ তিনি বলেন, ‘আমাদের নেত্রী শেখ হাসিনা গৃহহীনদের গৃহ নির্মাণ করে দিচ্ছেন। রাজশাহীতে এই প্রকল্প এনে যাদের বাড়ি নাই, ঘর...
Developed by BDITHOST