
স্টাফ রিপোর্টার : সাড়ে সাত কিলোমিটারের একটি চারলেন সড়ক বদলে দিয়েছে নগরীর অর্থনীতি। সহজ করেছে যোগাযোগ ব্যবস্থার। বেড়েছে জমিসহ সম্পদের দাম। একই সাথে বিভিন্ন অবকাঠামো ও দোকানপাট নির্মাণের ফলে বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থান হয়েছে। রাজশাহী-নওগাঁ মহাসড়কের আলিফ লাম মীম ভাটার মোড় থেকে সড়কটি শুরু হয়েছে। শেষ হয়েছে চৌদ্দপাইয়ের বিহাস মোড়ে গিয়ে। প্রশস্ত সড়কটি গেছে বিভিন্ন এলাকার মধ্যে দিয়ে। এরমধ্যে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) চারটি ওয়ার্ডের কিছু কিছু অংশ পড়েছে। ৬ দশমিক ৭৯৩ কিলোমিটারের এই সড়কটি আর্থ-সামাজিক উন্নয়নে এনেছে আমূল পরিবর্তন। এক সময়ের ঘিঞ্জি ঘরবাড়ি এবং বিল এলাকার মধ্যে দিয়ে যাওয়া প্রশস্ত সড়কের আধুনিক সড়কবাতির ঝলমল আলোয় মোহময় সৌন্দর্যে রূপ পেয়েছে। সড়কটি অর্থনীতি-সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। সরেজমিনে দেখা গেছে, রাজশাহী-নওগাঁ মহাসড়কের আলিফ লাম মীম ভাটার মোড় থেকে সড়কটি শুরু হয়ে শেষ...
Developed by BDITHOST