
অনলাইন ডেস্ক : ঢাকাই সিনেমার অন্যতম আলোচিত নায়িকা শবনম বুবলী। বিভিন্ন সময় অনুরাগীদের মাঝে নিজের ভালো লাগার মুহূর্ত ভাগ করে নেন। এরই ধারাবাহিকতায়, ভক্তদের মাঝে কিছু ছবি শেয়ার করেছেন নায়িকা, যা নজর কেড়েছে সবার। সঙ্গে দিয়েছেন একটি বার্তাও। সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় এই বুবলী, আর তার নতুন কোনো পোস্ট মানেই ভক্তদের মাঝে তুমুল আলোচনা। শুক্রবার সকালে তিনি তার অফিসিয়াল ফেসবুক পেজে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন; আর সেখানেই ক্যাপশনে লিখেছেন এক ইতিবাচক বার্তা। ছবিতে বুবলীকে দেখা গেছে বেশ ফুরফুরে মেজাজে। তার পরনে ছিল কালো-সাদা মিশ্রণের ফ্লোয়িং টপ, এর সাথে কালো প্যান্ট; যা তার স্টাইলে নতুন মাত্রা এনেছে। সঙ্গে বড় ফ্রেমের স্টাইলিশ সানগ্লাস, হাতে রাখা চিবুক আর আত্মবিশ্বাসী চাহনিতে তৈরি করেছেন এক রহস্যময় আবেদন। শুধু তাই নয়, তার পরিপাটি মেকআপ আর ঢেউ...
Developed by BDITHOST