নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ সোমবার। বিকাল ৩:৫০। ৮ সেপ্টেম্বর, ২০২৫।

একদলীয় শাসনব্যাবস্থার বিলুপ্তি ঘটাতে পিআর পদ্ধতি নির্বাচনের বিকল্প নেই: অধ্যক্ষ শাহাবুদ্দিন

সেপ্টেম্বর ৭, ২০২৫ ৮:১০
Link Copied!

স্টাফ রিপোর্টার : দেশে যেনো বার বার স্বৈরশাসন ফিরে না আসে, একদলীয় শাসন ব্যাবস্থার বিলুপ্তি হয় সেজন্য সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা অথ্যাৎ পিআর পদ্ধতিতে নির্বাচনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী অঞ্চলের পরিচালক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ শাহাবুদ্দিন।

আরও পড়ুনঃ  মোদির আমলে ফুলেফেঁপে উঠেছে ভারতের গো-মাংস শিল্প, রেকর্ড পরিমাণে রপ্তানি

তিনি বলেন, সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন হলে সকল ভোটের মূল্যায়ন হবে বহুদলের প্রতিনিধিরা সংসদে মতামত দিতে পারবেন। এতে করে কোনো একক দল ইচ্ছেমতো আইন প্রনয়নসহ জনবিরোধী হয়ে একক ক্ষমতা প্রয়োগ করতে পারবে না।

আরও পড়ুনঃ  টি-টোয়েন্টিতে যে রেকর্ডে বাংলাদেশের চাইতেও এগিয়ে উগান্ডা

আজ ৯ সেপ্টেম্বর, রোববার বিকালে রাজশাহী মহানগরী জামায়াতে ইসলামীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জাতীয় রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন অতিথিরা।

বৈঠকে উপস্থিত ছিলেন সহকারী জোন পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জোন টিম সদস্য প্রফেসর ড. আবুল হাসেম, অধ্যাপক নজরুল ইসলাম, রাজশাহী মহানগরীর আমীর ড. মাওলানা কেরামত আলী সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডলসহ রাজশাহী অঞ্চলের জেলা আমীর ও সেক্রেটারিগণ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।