নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা রবিবার। রাত ২:৩৮। ৬ জুলাই, ২০২৫।

একদিনে বাংলাদেশের দুই জয়

জুলাই ৫, ২০২৫ ১০:১৩
Link Copied!

অনলাইন ডেস্ক : আজ দেশের তিন শীর্ষ খেলা ফুটবল, ক্রিকেট ও হকিতে আন্তর্জাতিক ম্যাচ রয়েছে। ক্রিকেট দল শ্রীলঙ্কায় দ্বিপাক্ষিক সিরিজে, নারী ফুটবল দল মিয়ানমারে তুর্কমেনিস্তানের বিপক্ষে ও হকি অনূর্ধ্ব-১৮ বালক ও বালিকা দল চীনে ম্যাচ খেলেছে।

চীনে আজ বাংলাদেশ বালক ও বালিকা উভয় দলের খেলা ছিল। বালিকা দল প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপে খেলছে। প্রথম ম্যাচে জাপানের বিপক্ষে ১১-০ গোলে হেরেছিল। আজ দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে। উজবেকিস্তানের বিপক্ষে ৩-০ গোলের জয় পেয়েছে।

আরও পড়ুনঃ  ইসরায়েলের ‘গণহত্যায়’ জড়িত যেসব কোম্পানি, তালিকা দিলো জাতিসংঘ

ম্যাচের প্রথম কোয়ার্টারে বাংলাদেশ ও উজবেকিস্তান কোনো দলই গোল করতে পারেনি। দ্বিতীয় কোয়ার্টারের শেষ তিন মিনিটে তিন গোল করে বাংলাদেশ। ২৫ মিনিটে আইরিন ও ২৮, ৩০ মিনিটে কন্যা আক্তার জোড়া গোল করেন। তৃতীয় ও চতুর্থ কোয়ার্টারে আর কোনো গোল হয়নি। এতে বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ বালিকা দল প্রথম আন্তর্জাতিক জয় পায়।

আরও পড়ুনঃ  সদ্য যোগদানকৃত কনস্টেবলদের ওরিয়েন্টেশন কোর্সের ১৫তম ব্যাচের শুভ উদ্বোধন

ক্রিকেট দলের মতো হকি পুরুষ দলও আজ শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে। বাংলাদেশ চীনে ১৩-০ গোলে শ্রীলঙ্কাকে পরাজিত করেছে। প্রথম কোয়ার্টারে ৩-০তে লিড নেয় বাংলাদেশ। বিরতি যাওয়ার আগে সেই লিড হয় ৭-০। তৃতীয় কোয়ার্টারে মাত্র এক গোল করলেও শেষ কোয়ার্টারে আরো পাঁচ গোল হয়। এতে ১৩-০ ব্যবধানে জয় পায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ বালক দল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।