
পটুয়াখালীর মহিপুরে মিজান মাঝি (৪৫) নামের এক জেলের জালে ধরা পড়েছে ৯৬ মণ ইলিশ। সোমবার (১৪ আগস্ট) দুপুরের দিকে এসব মাছ মৎস্য বন্দর মহিপুরের ফয়সাল ফিস আড়তে নিয়ে আসা হয়। পরে ডাকের মাধ্যমে ৩৯ লাখ ৭০ হাজার টাকায় বিক্রি করা হয়। নিষেধাজ্ঞার পর সাগরে মাছ শিকারে গিয়ে মিজান মাঝির জালেই সবচেয়ে বেশি মাছ ধরা পড়ে। বিষয়টি নিশ্চিত করেছেন মহিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মহিপুর মৎস্য আড়ৎ মালিক সমিতির সাবেক সভাপতি ফজলু গাজী।মিজান মাঝি জানান, ‘এফবি ভাই ভাই নামে’ একটি মাছধরা ট্রলার নিয়ে গত ৫ দিন আগে নোয়াখালীর সামরাজ থেকে গভীর সাগরের উদ্দেশ্যে ছেড়ে যায়। কয়েকদিন সাগরে জাল ফেলার পরও তাদের জালে তেমন মাছ মেলেনি। পরে গতকাল পায়রা বন্দরের শেষ বয়ার দিকে সাগরে জাল ফেলার পর এক খ্যাওয়ে (একটানে) ধরা পড়ে...
Developed by BDITHOST