নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বৃহস্পতিবার। রাত ৩:১১। ২৩ অক্টোবর, ২০২৫।

একসাথে ওমরায় সাতভাই

জানুয়ারি ১৭, ২০২৩ ৬:২৩
Link Copied!

জাহিদুল ইসলাম নিক্কন, ঈশ্বরদী: পাবনার ঈশ্বরদীর এক পরিবারের ৭ ভাই পবিত্র ওমরাহ হজ্ব পালনের উদ্দেশ্যে সৌদি আরবে রওয়ানা হয়েছেন। এক পরিবারের আপন সাত ভাই একত্রে হজ্ব পালনের বিষয়টি এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে। এই সাত ভাই ঈশ্বরদী শহরের পাকশী ইউনিয়নের চররুপপুর জিগাতলা গ্রামের মৃত আবেদ আলী মুন্সীর ছেলে। তারা সবাই ব্যবসায়ী।

তারা হলেন- ফজলুল হক ভাঙন, ডা. আলমগীর পারভেজ, সেলিম হোসেন, রিয়াজুল ইসলাম চুন্নু, আনোয়ার হোসেন, আনজারুল ইসলাম ও রাসেল রানা। পবিত্র সৌদি আরবে একই পরিবারের সাত ভাই ১৭ দিন অবস্থান করবেন বলে জানা যায়।

মঙ্গলবার সকাল ৯টায় সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইট যোগে তারা সৌদি আরবের উদ্দ্যেশ্যে রওনা হয়েছেন। এর আগে সোমবার রাত ৯ টার সময় একই পোশাকে ঢাকা যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে যায়। মা ফজিলা বেগমের কাছ থেকে দোয়া ও বিদায় নিয়ে একত্রে সাত ভাই পবিত্র ওমরাহ পালনের উদ্যেশ্যে বাড়ি থেকে বের হয়েছেন।

    পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।