
অনলাইন ডেস্ক : একের পর এক চোটের ধাক্কায় বিপর্যস্ত অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের বিপক্ষে আগামীকাল (২১ নভেম্বর) থেকে শুরু হতে যাওয়া অ্যাশেজ টেস্টের আগে তারা বোলিং বিভাগ নিয়ে দুশ্চিন্তায়। চোটের কারণে ক্রমান্বয়ে ছিটকে গেছেন অধিনায়ক প্যাট কামিন্স, শন অ্যাবট ও জশ হ্যাজলউড। সেই সুবাদে অস্ট্রেলিয়া একটি ইতিহাস গড়তে যাচ্ছে। ১৫০ বছরের টেস্ট ইতিহাসে প্রথমবার তাদের একাদশে জায়গা পেলেন দুই আদিবাসী ক্রিকেটার। অ্যাশেজের প্রথম টেস্ট হবে পার্থে। যার দু’দিন আগে একাদশ ঘোষণা করেছিল সফরকারী ইংলিশরা। আজ (বৃহস্পতিবার) স্বাগতিক অজিরাও একাদশ ঘোষণায় চমক দিয়েছে। যেখানে স্কট বোল্যান্ডের থাকা নিশ্চিতই ছিল। প্রথমবার একাদশে জায়গা পেলেন ব্রেন্ডন ডগেট। এই দুজনই আদিবাসী ক্রিকেটার। একসঙ্গে দুজন একাদশে ঢুকেই ইতিহাস গড়ে ফেললেন। এর আগে জেসন গিলেস্পি এবং এতদিন একমাত্র আদিবাসী ক্রিকেটার হিসেবে খেলে আসছেন বোল্যান্ড। প্রথম টেস্টে স্বাভাবিকভাবেই পেস...
Developed by BDITHOST