
অনলাইন ডেস্ক : রাজধানীর শাহবাগ, জাতীয় প্রেস ক্লাব ও পল্টন এলাকায় একাধিক রাজনৈতিক ও শিক্ষা সংশ্লিষ্ট বিক্ষোভ কর্মসূচির কারণে সকাল থেকেই তীব্র যানজটে স্থবির হয়ে পড়েছে ঢাকার গুরুত্বপূর্ণ সড়কগুলো। পুলিশ জানায়, একাধিক সংগঠনের লাগাতার কর্মসূচি ও বিক্ষোভের কারণে রোববার (১২ অক্টোবর) সকাল থেকেই স্বাভাবিক যান চলাচলে বড় ধরনের বিঘ্ন ঘটে। জাতীয় প্রেস ক্লাবের সামনে বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবিতে অবস্থান কর্মসূচি শুরু করেছেন এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা। তারা বলেন, 'শিক্ষা উপদেষ্টা আমাদের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়েছিলেন। আমরা তার বাস্তবায়ন চাই।' ঢাকা মেট্রোপলিটন পুলিশের শাহবাগ জোনের ট্রাফিক ইনস্পেক্টর তারিকুল আলম সুমন বলেন, 'প্রেস ক্লাব এলাকায় শিক্ষকদের অবস্থান কর্মসূচির কারণে পল্টন, প্রেস ক্লাব ও শাহবাগে যানজট বেড়েছে।' অন্যদিকে, ১৮তম বেসরকারি শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ হয়েও নিয়োগ না পাওয়া...
Developed by BDITHOST