নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বুধবার। দুপুর ১২:৪৯। ৭ জানুয়ারি, ২০২৬।

একে অপরকে পারমাণবিক স্থাপনার তথ্য দিলো ভারত-পাকিস্তান

জানুয়ারি ১, ২০২৬ ৭:৪৪
Link Copied!

অনলাইন ডেস্ক : পারমাণবিক স্থাপনা কোথায় আছে এ ব্যাপারে একে অপরকে তথ্য দিয়েছে ভারত ও পাকিস্তান। দক্ষিণ এশিয়ায় এ দুটি দেশের কাছেই আছে পারমাণবিক অস্ত্র। এর পাশাপাশি জেলবন্দিদের তথ্যও বিনিময় করেছে দেশ দুটি।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম সামা নিউজ। তারা বলেছে, ভারত-পাকিস্তান নিজেদের মধ্যে আবারও বিশ্বাস স্থাপনের চেষ্টা করছে। এরমধ্যেই জেলবন্দি ও পারমাণবিক অবকাঠামোর তথ্য বিনিময় করল তারা।

আরও পড়ুনঃ  রাজশাহীর ছয় আসনে ১৯ প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ১৯

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, একই সময়ে এ তথ্য আদান-প্রদান করা হয়েছে। পারমাণবিক অবকাঠামোর তথ্য আদান-প্রদানের জন্য দুই দেশের মধ্যে একটি চুক্তি রয়েছে। ওই চুক্তি অনুযায়ীই কাজটি করা হয়েছে।

সামা নিউজ জানিয়েছে, চুক্তিটিতে পাকিস্তানের হয়ে স্বাক্ষর করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো। অপরদিকে ভারতের হয়ে স্বাক্ষর করেছিলেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধী।

আরও পড়ুনঃ  জয়পুরহাটে ঋণের দায়ে ৩৪ শিক্ষকের বিরুদ্ধে মামলা, দুজন কারাগারে

এ চুক্তির লক্ষ্য ছিল স্পর্শকাতরস্থানগুলোকে সম্ভাব্য হামলার ঝুঁকি থেকে রক্ষা করা। কোথায় কোথায় পারমাণবিক অবকাঠামো আছে সেটি জানিয়ে মূলত সতর্ক করে দেওয়া হয় যেন দ্বন্দ্ব শুরু হলে এসব জায়গায় হামলা না চালানো হয়।

এছাড়া ২০০৮ সালের একটি চুক্তি অনুযায়ী ভারত জানিয়েছে কতজন পাকিস্তানি তাদের কারাগারে বন্দি আছে। একই সঙ্গে পাকিস্তানও জানিয়েছে তাদের কারাগারে কতজন ভারতীয় বন্দি আছেন।

আরও পড়ুনঃ  ভারতে নয়, শ্রীলঙ্কায় বাংলাদেশের বিশ্বকাপ খেলার প্রস্তাব করেছি : আসিফ নজরুল

পারমাণবিক অবকাঠামোর চুক্তি আদান-প্রদানের আগে ঢাকায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য তৈরি শোক বইতে স্বাক্ষর করতে এসে বৈঠক করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং পাকিস্তানের স্পিকার সরদার আয়াজ সাদিক। গত মে মাসে দুই দেশের মধ্যে চারদিনব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষের পর এটিই ছিল উচ্চপর্যায়ের কোনো বৈঠক।

সূত্র: সামা টিভি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।