
অনলাইন ডেস্ক : রাইজিং স্টার এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে ৮ উইকেটের বড় জয় পেয়েছে বাংলাদেশ 'এ' দল। যেখানে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়ে সব আলো কেড়ে নিয়েছেন হাবিবুর রহমান সোহান। তবে একই ম্যাচে ১৩ বলে ৪১ রানের অপরাজিত ইনিংস খেলেছেন আকবর আলি। এদিন বাংলাদেশের ইনিংসের ১১তম ওভারে রীতিমতো তাণ্ডব বইয়ে দেন আকবর। কিঞ্চিৎ শাহর করা ওভারের প্রথম বলে ১ রান নেন সোহান। স্ট্রাইক পেয়ে ওভারের বাকি ৫ বলে টানা ছক্কা হাঁকান আকবর। তাতে সবমিলিয়ে সেই ওভার থেকে আসে ৩১ রান। যা বাংলাদেশের টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে এক ওভারের সর্বোচ্চ রানের রেকর্ড। এর আগে দুইবার এক ওভারে ৩০ রান করে নিতে পেরেছে বাংলাদেশ। যার মধ্যে একটা আবার আন্তর্জাতিক ক্রিকেটে ঘটেছে। ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে চতুর্থ ওভারে ৩০ রান তুলেছিল...
Developed by BDITHOST