
নাটোর প্রতিনিধি : নাটোরের সিংড়ায় এক দোকানে চুরির ঘটনাকে কেন্দ্র করে দিনব্যাপী গণশুনানি হয়েছে। চুরির ঘটনা থানা আমল দেয়নি, এমন অভিযোগের ভিত্তিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আজ রোববার এই শুনানির আয়োজন করেন। জানা গেছে, সিংড়া আসনের সংসদ সদস্য প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক নিজ বাড়িতে এলাকার মানুষের সঙ্গে গত ৫ আগস্ট সাক্ষাৎ করেন। এ সময় বর্ণা রানি ঘোষ দম্পতি এসে তাঁদের দোকানে হওয়া চুরির ঘটনায় মামলা নিতে দেরির অভিযোগ করেন। এ ঘটনায় ওসির নিষ্ক্রিয়তায় বিস্ময় প্রকাশ করে প্রতিমন্ত্রী ফোন করে ওসিকে মামলা নিতে নির্দেশ দেন। এ সময় প্রতিমন্ত্রীর বাড়িতে উপস্থিত অনেকে ওসির বিরুদ্ধে একাধিক অভিযোগ উত্থাপন করেন। তখন প্রতিমন্ত্রী বর্ণাসহ ভুক্তভোগী সবার অভিযোগের জবাব দিতে ওসিকে নিয়ে গণশুনানি আয়োজনের কথা জানান। সে অনুযায়ী আজ রোববার সকাল সাড়ে...
Developed by BDITHOST