
স্টাফ রিপোর্টার : আসন্ন ২১ জুন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষ্যে আওয়ামী লীগ মনোনীত ও ১৪ দল সমর্থিত মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। ‘উন্নয়ন দৃশ্যমান, এবার হবে কর্মসংস্থান’ এই স্লোগানকে সামনে রেখে ১০ খাতে ১০৫ দফার উন্নয়ন প্রতিশ্রুতি দিয়ে এই নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন তিনি। শনিবার (০৩ জুন) রাজশাহী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ইশতেহার ঘোষণা করেন। খায়রুজ্জামান লিটন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও দুইবারের সাবেক সফল মেয়র। আস্সালামু আলাইকুম। পরম দয়ালু মহামহিম সৃষ্টিকর্তার ইচ্ছায় এবং নগরবাসীর ভোটে নির্বাচিত হয়ে আপনাদের আন্তরিক সহযোগিতা ও সমর্থনে আমি রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র পদে দুইবার দায়িত্ব পালন করে চতুর্থবার নির্বাচনে অংশগ্রহণ করছি। শুরুতেই মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। মহান মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহীদ, দুই লক্ষাধিক সম্ভ্রম হারানো...
Developed by BDITHOST