অনলাইন ডেস্ক : পুরুষ ক্রিকেটের তুলনায় ম্যাচ খেলার হার থেকে শুরু করে সুযোগ-সুবিধাসহ প্রতিটি ক্ষেত্রেই পিছিয়ে আছে নারী ক্রিকেট। ম্যাচের সংখ্যা কম হওয়ায় ওয়ানডেতে নারী ক্রিকেটারদের কেউ এখনও বছরে ১০০০ রান করতে পারেননি। ওয়ানডেতে এক বছরে সর্বোচ্চ ৯৭০ রান করার রেকর্ডটিও বেশ পুরোনো, ১৯৯৭ সালে করেছিলেন অস্ট্রেলিয়ার বেলিন্ডা ক্লার্ক। এবার তাকে ছাড়িয়ে গেলেন স্মৃতি মান্দানা। ভারতীয় এই বাঁ-হাতি ব্যাটার গতকাল (বৃহস্পতিবার) প্রোটিয়াদের বিপক্ষে খেলতে নেমে ইতিহাস গড়েছেন। এখন নারী ক্রিকেটে এক বছরে সর্বোচ্চ (৯৮২) রান করার কীর্তিটি মান্দানার দখলে। একইসঙ্গে ফরম্যাটটিতে প্রথমবারের মতো এক বছরে ১০০০ রান করারও দ্বারপ্রান্তে আছেন তিনি। যার জন্য ২৯ বছর বয়সী তারকার স্রেফ ১৮ রান প্রয়োজন। চলমান ওয়ানডে বিশ্বকাপের গ্রুপপর্বেই যে ভারতের আরও চার ম্যাচ বাকি। প্রোটিয়ার মিডিয়াম পেসার আয়াবোঙ্গা খাকাকে রাউন্ড দ্য উইকেটে এসে...
Developed by BDITHOST