
স্টাফ রিপোর্টার: দীর্ঘ এক বছর পর উপাচার্য (ভিসি) পেল রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে (রুয়েট)। রোববার চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) অধ্যাপক ড. জাহাঙ্গীর আলমকে রুয়েটের নতুন ভিসি হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। ড. জাহাঙ্গীর চুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বৃত্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখার উপসচিব রোখছানা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ড. জাহাঙ্গীর আলমকে রুয়েটের উপাচার্য নিয়োগ দেওয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও বিশ^বিদ্যালয়ের আচার্যের অনুমোদনক্রমে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন-২০০৩ এর ১০ (১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমকে আগামী চার বছরের জন্য উপাচার্য পদে নিয়োগ করা হলো। বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতায় তিনি এ দায়িত্ব পালন করবেন। গত বছরের ৩০ জুলাই রুয়েটের সাবেক উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলামের মেয়াদ শেষ হয়।...
Developed by BDITHOST