
স্টাফ রিপোর্টার: চট্টগ্রামে টানা দুই ম্যাচ হেরেছিল বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল। রাজশাহীতে গিয়ে বৃহস্পতিবার প্রথম জয়ের দেখা পায় তারা। শনিবার ছিল সিরিজে ফেরার ম্যাচ। তবে এ ম্যাচে সমতায় ফিরতে পারেনি স্বাগতিকরা। বড় ব্যবধানেই হেরে পাকিস্তান যুবাদের কাছে সিরিজ হেরেছে বাংলাদেশ। এ জয়ে এক ম্যাচ আগেই সিরিজ নিশ্চিত হয়েছে পাকিস্তানের। রাজশাহীর শহীদ এএইচএম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করার আমন্ত্রণ পায় স্বাগতিক দল। আগে ব্যাটিং করে পাকিস্তানকে ২০০ রানের লক্ষ্য দেয় স্বাগতিকরা। পরে ব্যাট করতে নেমে ৭৯ বল আগেই ২ উইকেট হারিয়ে লক্ষ্য ছুঁয়ে ফেলে সফরকারী দল। এর আগে পাকিস্তানি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে স্বাগতিকরা ৪৬.৪ ওভারে ১৯৯ রানে থেমে যায়। সহজ এই লক্ষ্যে ব্যাট করতে নেমে হেসে খেলেই জিতে যায় পাকিস্তান। দুই ওপেনার আজান আওয়াইস ও শাহজাইব খান ওপেনিং জুটিতে...
Developed by BDITHOST