
অনলাইন ডেস্ক : দীর্ঘ ১২ বছর পর ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল নিউজিল্যান্ড। আজ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ড ৫ উইকেটে হারিয়েছে ইংল্যান্ডকে। সিরিজের প্রথম ওয়ানডে ৪ উইকেটে জিতেছিল কিউইরা। ফলে এক ম্যাচ বাকি থাকতে ২-০ ব্যবধানে এগিয়ে ওয়ানডে সিরিজ জয় নিশ্চিত করেছে ব্ল্যাক-ক্যাপসরা। এতে ২০১৩ সালের পর আবারও ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ নিল নিউজিল্যান্ড। হ্যামিল্টনে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি ইংল্যান্ড। ২৯ রানের মধ্যে দুই ওপেনারের বিদায়ের পর নিয়মিত বিরতিতে উইকেট হারায় তারা। ৮১ রানে পঞ্চম উইকেট পতনে চাপে পড়ে ইংলিশরা। জেমি স্মিথ ১৩, বেন ডাকেট ১, জো রুট ২৫, জ্যাকব বেথেল ১৮ ও জশ বাটলার ৯ রানে আউট হন। ষষ্ঠ থেকে অষ্টম উইকেট জুটিতে ৮৩ রান তুলে ইংল্যান্ডকে লড়াকু পুুঁজি এনে দেওয়ার পথ...
Developed by BDITHOST