
স্টাফ রিপোর্টার: এক যুগ পর রাজশাহীর মাঠে গড়াতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ। অনুর্ধ্ব-১৯ ক্রিকেটে আগামী (বৃহস্পতিবার) থেকে বাংলাদেশ ও পাকিস্তান দল মাঠে নামছে। রাজশাহীতে শহীদ এএইচএম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে এ দুই দল। এ জন্য দুই দলের খেলোয়াড়, কোচসহ অন্যান্য কর্মকর্তারা ইতোমধ্যে রাজশাহী পৌঁছেছেন। মঙ্গলবার বিকাল পৌনে ৬টায় বেসরকারী বিমান পরিবহন সংস্থা ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা রাজশাহীর হযরত শাহমখদুম (র.) বিমানবন্দরে এসে পৌঁছান। এ সময় ইউএস বাংলার কর্মকর্তারা বিমানবন্দরেই দুই দলের খেলোয়াড়-কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা জানান। বিমানবন্দরের ঊষ্ণ অভ্যর্থনা শেষে দুটি বাসে করে খেলোয়াড়দের হোটেলে নিয়ে যাওয়া হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) রাজশাহী ভেন্যুতে দুই দলের খেলার আয়োজন করেছে। বিসিবির রাজশাহী ভেন্যুর ব্যবস্থাপক আরেফিন ইসলাম জানান, রাজশাহীতে ১১, ১৩ ও ১৫ মে তিনটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হবে...
Developed by BDITHOST