নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বুধবার। বিকাল ৪:১১। ১০ ডিসেম্বর, ২০২৫।

‘এখন অনেক ভালো পরিস্থিতিতে আছি’

ডিসেম্বর ৬, ২০২৫ ৮:৪৮
Link Copied!

অনলাইন ডেস্ক : ওপার বাংলার তারকা জুটি নীলাঞ্জনা শর্মা এবং যিশু সেনগুপ্তের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে টলিউডে গুঞ্জন দীর্ঘদিনের। যদিও নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে তারা কখনও জনসমক্ষে মুখ খোলেননি। এই তারকা দম্পতির সম্পর্ক ভাঙার পর গত এক বছরে নীলাঞ্জনা শর্মার জীবনে এসেছে বিশাল পরিবর্তন। নীলাঞ্জনা শর্মার দুই মেয়ে সারা এবং জারা।

বড় মেয়ে সারা বর্তমানে মডেলিং জগতে নিজের জায়গা তৈরি করছেন এবং মুম্বাইয়ে থাকেন। ছোট মেয়ে জারা এখনও স্কুল পড়ুয়া। দুই মেয়েকে নিয়ে নীলাঞ্জনার এই একক অভিভাবকত্বের পথ মসৃণ না হলেও, গত এক বছরে কর্মক্ষেত্র থেকে ব্যক্তিগত জীবনে তিনি খুঁজে পেয়েছেন নতুন দিক।

আরও পড়ুনঃ  রোকেয়া দিবস আজ

সম্প্রতি, সিঙ্গেল মাদার হিসেবে নিজের কঠিন কিন্তু আনন্দময় যাত্রাপথের কথা জানিয়েছেন নীলাঞ্জনা। নিজের বর্তমান পরিস্থিতি নিয়ে নীলাঞ্জনা বলেন, ‘এখন অনেক ভালো পরিস্থিতিতে আছি আমি। এক বছর আগেও পথ খুঁজে পাচ্ছিলাম না। কিন্তু তার পরে ‘নিন্নি চিন্নিজ মাম্মা প্রোডাকশন’ তৈরি করার পরে দিশা পেয়েছি।’

আরও পড়ুনঃ  পুলিশে বড় রদবদল, ঊর্ধ্বতন ১৫ কর্মকর্তাকে বদলি

তিনি জানান, সেই সময়টা ছিল প্রচণ্ড ব্যস্ততার। মুম্বাইয়ে বড় মেয়ে সারাকে ভালোভাবে থিতু করা, ছোট মেয়ে জারার ‘মিডল স্কুল’ শুরু হওয়া এবং তার বাবার অসুস্থতা সব মিলিয়ে সময় ছিল না এক মুহূর্তও। নীলাঞ্জনার কথায়, ‘এত কাজ থাকলে তখন বাড়িতে বসে কান্নাকাটি করার সময় থাকে না।’

জীবন এবং সম্পর্ক নিয়ে নীলাঞ্জনা এক ইতিবাচক বার্তা দিয়েছেন। তিনি মনে করেন, ‘রাগ পুষে না রাখাই কাম্য। জীবন শেষ হয়ে যায়নি। প্রত্যেকের জীবনেই অনেক কিছু ঘটে। কিন্তু আমাদের ঘুরে দাঁড়াতে হবে।’

আরও পড়ুনঃ  ধনী বিদেশিদের কাছে মদ বিক্রি শুরু হয়েছে সৌদিতে

নীলাঞ্জনা আরও বলেন, ‘আমার জীবনে যা আছে, তাতেই খুব খুশি। আমার কারও প্রতি কোনো রাগ নেই, কোনো আফসোস নেই। এখনও কঠিনই। আমার মনে হয় মাতৃত্ব বিষয়টাই কঠিন। মা বলতেন, ‘মা হলে বুঝবি’। সেটা আমি এখন বুঝতে পারছি। সব মাকেই কুর্নিশ।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।