অনলাইন ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে জয়ে শুরুর পর শক্তিশালী ইংল্যান্ডকেও প্রায় ধসিয়ে দিচ্ছিলেন মারুফারা। জয়ের আশা জাগিয়েও ৪ উইকেটে হেরে যায় বাংলাদেশ। ১৭৯ রানের টার্গেট ছুঁড়ে দিয়ে ১০৩ রানে প্রতিপক্ষের ৬ উইকেট শিকার করে জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছিল টাইগ্রেসরা। কিন্তু সপ্তম উইকেটে ১০০ বলে ৭৯ রানের অবিচ্ছিন্ন জুটিতে বাংলাদেশের জয়ের আশা ধুলিসাৎ করে দেন হেদার নাইট ও চার্লি ডিন। ৮টি চার ও একটি ছক্কায় ১১১ বলে ৭৯ রানে অপরাজিত ছিলেন নাইট। ১০ ওভারে মাত্র ১৬ রান দিয়ে ৩ উইকেট নিয়েও বাংলাদেশের হার এড়াতে পারেননি ফাহিমা। ম্যাচ শেষে ফাহিমা বলছিলেন, ‘আমরা নাইটের উইকেট শিকারের জন্য আপ্রাণ চেষ্টা করছিলাম। যদি গুরুত্বপূর্ণ সময় তাকে আউট করতে পারতাম তাহলে ম্যাচের চিত্র অন্যরকম হতো।’ ইংল্যান্ডের বিপক্ষে জিততে না পারলেও এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে...
Developed by BDITHOST