স্টাফ রিপোর্টার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, এমপি বলেছেন, প্রান্তিক মানুষের সুখে-দুঃখে আমরা আছি। এখন কোনো মানুষ না খেয়ে থাকে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বাংলাদেশের মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন করেছে। শনিবার দুপুরে নিজের নির্বাচনী এলাকা রাজশাহীর বাঘা উপজেলার আড়ানীতে নিজ বাসভবনে নদী ভাঙন কবলিত এলাকার অসহায় দুস্থ মানুষের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুনর্বাসন কার্যক্রমের আওতায় আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করে। চেক বিতরণ শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সরকারের সদিচ্ছা যদি না থাকে, তা হলে সহায়তা দেয়া যায় না। প্রধানমন্ত্রীর সদিচ্ছা আছে বলে আজকে ৪৮টি পরিবারকে ৫০ হাজার টাকা করে ২৪ লাখ টাকা আমরা আর্থিক সহায়তা হিসাবে পৌঁছে দিতে পারছি। শাহ্রিয়ার আলম বলেন, বিশে^ অর্থনৈতিক মন্দা চলছে, কিন্তু অর্থনৈতিকভাবে আমাদের...
Developed by BDITHOST