
স্টাফ রিপোর্টার : রাজশাহী বিভাগে হৃদরোগে মৃত্যুহার কমাতে সরকার পরিচালিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ (এনসিডি) কর্মসূচি ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ যৌথভাবে কাজ করছে। বিভাগের আট জেলায় বর্তমানে লক্ষাধিক উচ্চ রক্তচাপের রোগী ও ৫০ হাজারের বেশি ডায়বেটিস রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর এনসিডি কর্নার থেকে ডিজিটাল রেজিস্ট্রেশনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পাচ্ছেন। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের তথ্যমতে, রাজশাহী বিভাগে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের হার ৬১ শতাংশ, যা অনেক উন্নত দেশের সমান। তবে ২৪ শতাংশ রোগী নিয়মিত ফলোআপে আসেন না এবং ১৪ শতাংশ রোগী এখনও অনিয়ন্ত্রিত অবস্থায় রয়েছেন। বুধবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় পরিচালক (স্বাস্থ্য) রাজশাহী বিভাগের কার্যালয়ে এনসিডি কর্নারের কার্যক্রম পর্যালোচনা ও উন্নয়ন বিষয়ে এক বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. হবিবুর রহমান। উপস্থিত ছিলেন,...
Developed by BDITHOST