নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শুক্রবার। রাত ১১:০৬। ১৯ সেপ্টেম্বর, ২০২৫।

এনসিপি তার লক্ষ্য নিয়েই এগোবে : নাহিদ ইসলাম

সেপ্টেম্বর ১৯, ২০২৫ ৯:৪৩
Link Copied!

অনলাইন ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, এনসিপি তার লক্ষ্য নিয়েই এগোবে। আমাদের সঙ্গে যাদের মতাদর্শ মিলে তারা আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন।

এই মুহূর্তে কোনো জোটভিক্তিক চিন্তাভাবনা নেই এনসিপির। জুলাই সংস্কারের আইনি ভিত্তির জন্য গণপরিষদ নির্বাচন ছাড়া আর কোনো বিকল্প নেই।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে দলের সমন্বয় সভা শেষে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

এদিন দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে সমন্বয় সভা করেছে জাতীয় নাগরিক পার্টি। রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে দিনব্যাপী চলে এই আয়োজন। এতে অংশ নেন জেলা-উপজেলার সমন্বয়ক কমিটির প্রতিনিধি, এনসিপির যুব উইং যুব শক্তি, গণতান্ত্রিক ছাত্রসংগঠনসহ দলটির অঙ্গ সংগঠনের প্রতিনিধিরা।

আরও পড়ুনঃ  অপেশাদারিত্ব নয়, অপমানিত হয়ে ‘কল্কি টু’ থেকে সরে এসেছেন দীপিকা

এ সময় দলের সাংগঠনিক কার্যক্রম বেগবান করতে আহবায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেনের সঙ্গে খোলামেলা আলোচনা করেন দলটির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা।

নাহিদ ইসলাম বলেন, নিম্নকক্ষে আমরা পিআর চাই না, আমরা এই মুহূর্তে কোনো জোটে যাচ্ছি না। আমরা উচ্চকক্ষে পিআরের মাধ্যমে সংসদকে অংশগ্রহণমূলক দেখতে চাই, সেটি নিশ্চিত করে আমরা জুলাই সনদের বাস্তবায়ন দেখতে চাই।

আরও পড়ুনঃ  দুর্গাপুরে লোকালয়ে ল্যাঙ্গুর প্রজাতির বন্য হনুমান

নাহিদ বলেন, আমরা নিবন্ধন পেতে যাচ্ছি। আমরা আশা করছি আমরা শাপলা প্রতীক পাব।

তিনি বলেন, গণমাধ্যমই আমাদের শেষ ভরসা, আমাদের কোনো প্রতিষ্ঠান নেই, সাংবাদিকরাই ভরসা। আমরা হারিয়ে যাইনি, আমরা দ্বিগুণ গতিতে এগিয়ে যাচ্ছি। মাঝের সময়টা প্রবাসীদের সঙ্গে আমাদের মতবিনিময় হয়েছে।

আরও পড়ুনঃ  মৃত্যুশূন্য ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ২৪৮

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়াকে দলের একটি অর্জন হিসেবে উল্লেখ করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ে শিগগিরই নির্বাচন হবে। গণ-অভ্যুত্থানের পর আমরাই প্রথম ছাত্র সংসদ নির্বাচনের দাবি তুলেছিলাম।

তিনি আরও বলেন, গণতান্ত্রিক ও নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করতে এবং গণ-অভ্যুত্থানে ছাত্রদের ভূমিকার স্বীকৃতি দিয়ে তাদের নেতৃত্বের জায়গা দিতে হলে ছাত্র সংসদ নির্বাচন অপরিহার্য। এটি আমাদের বড় অর্জন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।