নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ মঙ্গলবার। রাত ৯:৫৪। ২ ডিসেম্বর, ২০২৫।

এনসিপি নেতা-কর্মীদের ঔদ্ধত্যপূর্ণ আচরণে রাজশাহী এডিটরস ফোরামের উদ্বেগ

ডিসেম্বর ২, ২০২৫ ৭:৩৯
Link Copied!

সংবাদ বিজ্ঞপ্তি : রাজশাহীতে সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের উপর চড়াও হয়ে এনসিপির কিছু সংখ্যক নেতা-কর্মীর ঔদ্ধত্যপূর্ণ আচরণের নিন্দা জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছে রাজশাহী এডিটরস ফোরাম। রাজশাহী এডিটরস ফোরামের সকল সদস্যের পক্ষে সভাপতি লিয়াকত আলী ও সাধারণ সম্পাদক আহসান হাবীব অপু এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন। সদ্য যাত্রা শুরু করা একটি রাজনৈতিক দলের কর্মীদের এমন আচরণ স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি হিসেবে মনে করেন নেতৃবৃন্দ।

আরও পড়ুনঃ  বাড়ল সব ধরনের জ্বালানি তেলের দাম

বিবৃতিতে সম্পাদকবৃন্দ বলেন, সংবাদ সম্মেলনের আমন্ত্রণ পেয়ে সাংবাদিকরা রাজশাহী পর্যটন মোটেলে উপস্থিত হয়ে সংবাদ সংগ্রহের কাজ করছিলেন। সেখানে নিজেদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে সাংবাদিকদের সাথে ঔদ্ধত্যপূর্ণ আচরণ ও আটকে রাখার হুমকি সুস্থ ও গণতান্ত্রিক রাজনীতি চর্চার জন্য বেমানান। এমন আচরণের সাথে জড়িত নেতা-কর্মী কখনোই কোন রাজনৈতিক দলের জন্য শুভকর নয়। এই ঘটনায় জড়িত নেতা কর্মীদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেয়ার দাবি জানায় এডিটরস ফোরাম।

আরও পড়ুনঃ  যশোর জেলা আইনজীবী সমিতির নেতৃত্বে সাবু-গফুর

উল্লেখ্য, সোমবার বিকেলে রাজশাহী পর্যটন মোটেলে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির রাজশাহী জেলা শাখার সদ্য ঘোষিত কমিটির আহবায়ক সাইফুল ইসলামের ডাকে সংবাদ সম্মেলন চলছিল। এতে বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইনের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। হঠাৎ কয়েকজন নেতাকর্মী সম্মেলন স্থলে ঢুকে অসৌজন্যমুলক আচরণ করে অকথ্য ভাষায় সবাইকে মিলনায়তন থেকে বেরিয়ে যাবার নির্দেশ দেন। অন্যথায় সাংবাদিকদের আটকে রাখার হুমকি দেন তারা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।