নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা শুক্রবার। রাত ২:০২। ১৮ জুলাই, ২০২৫।

এবার অধিনায়কত্ব পেলেন সাকিব

জুলাই ১৭, ২০২৫ ৬:২২
Link Copied!

অনলাইন ডেস্ক : আজ থেকে শুরু হতে যাচ্ছে ক্যারিবিয়ান অঞ্চলের নতুন টি-টেন টুর্নামেন্ট ম্যাক্স সিক্সটি। এই লিগে যুক্তরাষ্ট্রভিত্তিক দল মায়ামি ব্লেজের হয়ে খেলবেন সাকিব আল হাসান।

দলটির অন্যতম অভিজ্ঞ ক্রিকেটার হিসেবে অধিনায়কত্বের দায়িত্বও পালন করবেন সাকিব। সাকিবের নেতৃত্বের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

আরও পড়ুনঃ  চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সরকারি রাস্তার পাশের গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

সাম্প্রতিক সময়ে গ্লোবাল সুপার লিগে ব্যাস্ত সময় পার করেছেন সাকিব। এই লিগে সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক দল দুবাই ক্যাপিটালসের হয়ে খেলছেন সাকিব। এই লিগে চারটি ম্যাচ খেলার পর নতুন দলের সঙ্গে যোগ দিচ্ছেন সাকিব।

আরও পড়ুনঃ  বাঘায় জালিয়াতি মামলার তিন আসামিকে রিমান্ডে

গ্লোবাল সুপার লিগে প্রথম ম্যাচে সেন্ট্রাল ডিসট্রিক্টের বিপক্ষে ব্যাট হাতে ৩৭ বলে অপরাজিত ৫৮ রান করেন এবং বল হাতে ১৩ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন। সেই ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কারও পান তিনি।

তবে পরের তিন ম্যাচে বল হাতে গড়পড়তা পারফর্ম করেছেন সাকিব। তবে ব্যর্থ ছিলেন ব্যাট হাতে। প্রথম ম্যাচের পর আর রানের দেখা পাননি এই বাংলাদেশি অলরাউন্ডার।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।